এই ভারতে নাই যাহা তাহা ভূ-ভারতে নাই

এই ভারতে নাই যাহা তা ভূ-ভারতে নাই।
মানুষ যা চায় স্বর্গে গিয়ে, আমরা হেথায় পাই।
মেঘমুক্ত এমন আকাশ
চন্দনিত এমন বাতাস
ফুল-ফসলের ছড়াছড়ি কোথায় এতো পাই।।

জল চাইলেই হাতের কাছে ছুটে আসে নদী,
মাটিতে পাই খাঁটি সোনা একটু কাটি যদি।
গিরিদরী-সাগর-মরু
পশু-পাখী লতা-তরু
বিশ্বের সব দৃশ্য দেখি যখন যাহা চাই।।

পাঁচভূতে খায় লুটে রে ভাই আমার দেশের দান
(তবু) কম হল না কভু ইহার বিভব অফুরান।
মানুষ শুধু নাই এ দেশে
নইলে কি ভাই এ দীন বেশে
কেঁদে বেড়ায় দেশ-জননী অঙ্গে মেখে ছাই-
মোরা অবহেলে এই অফুরান বিভব যে হারাই।।

(১৪৫)