যেদিন হ’তে হৃদয়-বিহগ

যেদিন হ’তে হৃদয়-বিহগ
ব্যথার জালে পড়ল ধরা,
সেই হ’তে তার মাথার ‘পরে
ঝুলছে ছুরি রক্ত-ঝরা।
ত্যক্ত আমি হাতের কাছের
পেয়ালা-ভরা শরবতে, তাই
ক’রতেছি পান-পাত্রে ব্যথার
রক্ত আমার হৃদয়-ক্ষরা।।

১৩