রুবাইয়াত-ই-হাফিজ

( )

কবি কাজী নজরুল ইসলামের অনুবাদ কবিতাগ্রন্থ যা ১৪ই জুলাই ১৯৩০ সালে (আষাঢ়, ১৩৩৭ বঙ্গাব্দ) এ প্রথম প্রকাশিত হয়। পারস্যের কবি হাফিজের কবিতায় অনুপ্রাণিত হয়ে কবি এটি অনুবাদ করেন। এতে কোনো কবিতার শিরোনাম না দিয়ে কবি ক্রমিক নাম্বার দিয়েছেন। তাই প্রতিটি কবিতার প্রথম লাইনকে শিরোনাম হিসেবে এখানে প্রকাশ করা হলো। গ্রন্থটিতে মুখবন্ধ অংশে লিখিত কবিতা সহ মোট ৭৪টি কবিতা রয়েছে।

সূচীপত্র