যেথায় দূরে গাঙের জলে ফুল ফুটেছে থরে থরে

যেথায় দূরে গাঙের জলে ফুল ফুটেছে থরে থরে
যেথায় ও দুটি নয়ন-
কেন আমার আসা-যাওয়ার পানে
তাকায় সারাক্ষণ?
ওই ও-দুটি নয়ন।।
মাঠের পথে চলতে গিয়ে
শরমে যায় পা জড়িয়ে
অমন করে যায় না যেন
সই করেছে বারণ।
কেন আমার আসা-যাওয়ার পানে
তাকায় সারাক্ষণ?
ও-দুটি নয়ন।।

চুরি করে চাইতে গিয়ে
বিঁধল কাঁটা পায়ে,
এলোখোঁপা এলিয়ে পড়ে
দক্ষিণের বায়ে।
মাথার কিরে, বল সখি বল
নয়নে তার জল না সে ছল
মোর কাছে কি চায় বিদেশী গো
চায় মালা না মোর মন?
আমার আসা-যাওয়ার পথে
তাকায় সারাক্ষণ
ও-দুটি নয়ন।।

(১২৬)