যোগী শিব-শর ভোলা দিগম্বর

যোগী শিব-শর ভোলা দিগম্বর
ত্রিলোচন দেবাদিদেব
ধ্যানে সদা মগন।।
চির শ্মশানচারী
অনাদি সমাধিধারী,
স্তব্ধ ভয়ে চরণে তাঁরি
প্রণতি করে গগন।।

ত্রিশূল বিষাণ রহে পড়িয়া পাশে
ললাটে শশী নাহি হাসে।
গঙ্গা তরঙ্গ-হারা ভীত ভুবন।
ত্রাহি হে শম্ভু শিব
ত্রাসে কাঁপে জড় ও জীব
ভোলো এ ভীষণ তপ
গাহিতেছে সঘন।।

(১০১)