কালের শঙ্খে বাজিছে আজও

কালের শঙ্খে বাজিছে আজও
তোমারই মহিয়া, ভারতবর্ষ!
প্রণতি জানায়ে বিশ্বভুবন
শিখিছে আজিও তব আদর্শ।।

নিখিল মানবের প্রথমা ধাত্রী
শিক্ষা-সভ্যতা-দীক্ষাদাত্রী!
আসিল যুগে যুগে দেবতা মুনি ঋষি
লভিতে তোমারি চরণস্পর্শ।।

শিল্প-সঙ্গীত বেদ-বিজ্ঞান
সাংখ্য-দর্শন পূণ্য প্রেমধ্যান।
যাহা কিছু সুন্দর যাহা কিছু মহীয়ান
বিশ্ব সাক্ষী, মাগো, সকলি তোমোর দান।
জগৎ-সভা মাঝে তাহারি সন্তান
আজি মলিন মুখ লাজে বিমর্ষ।।

(১৪৪)