আবারও যুদ্ধে যেতে হবে

পৃথিবীতে বেড়াতে আসিনি এসেছি অনেক কাজ নিয়ে
শঙ্কাহীন মনের অধিকার দিয়েছেন সৃষ্টিকর্তা নিজে,
ক্ষমতা লোভী আর ক্ষমতা ভোগীদের যুক্তিতে লড়তে হবে
লক্ষ লক্ষ লোক শহীদ হয়নি এই ঠকবাজি মেনে নিতে,
এই ইন্টারনেটের যুগে মোড়ল মানুষিকতা এখনি রুখতে হবে
বাক স্বাধীনতা মুক্তচিন্তার সংস্কৃতি গড়তে হবে।

আয় তোরা আয়, নির্ভয়ে তোরা আয়
মানবো না কোনো নেতা-নেত্রী কিংবা
রাজনৈতিক দলের সুবিধাবাদী অঙ্গীকার।
আয় তোরা আয়, নির্ভয়ে তোরা আয়
নিরপেক্ষের পক্ষ নিয়ে লড়ে যাবো আমরা
লড়াকু জনতা।

তোরা সারা বাংলায় খবর দিয়ে দে,
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে,
মোদের আবারও যুদ্ধে যেতে হবে।

পালাবদল করে ক্ষমতা দখল
আজ ব্যবসা বাংলাদেশে,
দলীয়করণ আর মানুষের মরণ
চলেছে হাতে হাত রেখে।
পঁচিশ বছর পরেও করুণার দৃষ্টিতে
বিশ্ব তাকিয়ে আছে,
দু’শটি বছর পিছিয়েছি মাগো
তাতে বিশ্বের কি যায় আসে?

আজ ধর্ষণ ধর্ষণ অ্যাসিড নিক্ষেপণ
অস্ত্রধারী চারিদিকে,
বিশেষ ক্ষমতা আইন বিশেষ ক’জনাকেই
ক্ষমতায় অটুট রেখেছে।

শান্তি দে, দে বাঁচতে দে,
নইলে মোদের খুনি ন্ত্রাসীদের সম্মুখে লড়বার
অস্ত্র হাতে তুলে দে।
চাকরি দে, দে চাকরি দে,
নইলে মোদের অসৎ পথে বেঁচে থাকবার
অধিকারটুকু দে।

কন্ঠ ও সুর: মাকসুদুল হক
সঙ্গীত: রুবাইয়াত