কিশোরী বাসন্তী ডাকিছে আয় আয়

পুরুষ: কিশোরী বাসন্তী ডাকিছে আয় আয়
ফাগুন তোমারে ডাকিছে ফুলবন।।

স্ত্রী: ডাকে হে শ্যাম তোমায় তাল ও তমাল বন
শন শন।।

পু: তুমি ফুলের বারতা
স্ত্রী: তুমি ধন-দেবতা
উভয়ে: আমরা আভাস ফাল্গুনের
দূর স্বর্গের পরশন।।

পু: কল্প-লোকের তুমি রূপরাণী গো প্রিয়া
অপাঙ্গে ফোটাও জুঁই চম্পা টগর মোতিয়া।

স্ত্রী: নিঠুর পরশ তব (হায়) যাচিয়া জাগে বনভূমি
ফুলদল পড়ে ঝরি তব চারু পদ চুমি।
উভয়ে: আমরা ফুলশর-উর্বশী
দেব-সভার মোরা হরষণ।।

(৭০)