মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি

মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি।
লয়ে আহত প্রাণ একা গান গাহি।

দিবস বরষ মাস
বুকে চাপি হা-হুতাশ
চলি মরুপথে মেঘ-ছায়া চাহি।।

কানন রচি বৃথা, কুসুম নাহি ফোটে,
বাসি হয় গাঁথা মালা পথের ধুলায় লোটে,
কবে বহিবে নিঝর-ধারা পাষাণ বাহি।।

[পাহাড়ি- দাদ্‌রা]