ননদী! হার মেনেছি তোর সনে

ননদী! হার মেনেছি তোর সনে।
তব নিলাজ ভাষা শুনে লজ্জা পেয়ে
বনে লুকালো
রাখিতে কি পারি ঘোমটা সর আননে।।

চারিপাশে সই কৌতুক-মাখানো
হের ঐ উকিঝুঁকি লুকিয়ে তাকানো,
থাকি তাই সই লুকায়ে নিরালা কোণে।।

কে জানে কোথা হতে এলো সই কেমনে
এত মধু এত লাজ আমারই নয়নে।

মধুরা মুখরা ওলো! মিষ্টি খুখের তোর
সব মধু খেয়েছে কি ঠাকুর-জামাই চোর?
প্রিয় সঙ্গী তুই সই এ নব-ভবনে।।

(১১৪)