ভিখারির সাজে কে এলে

ভিখারীর সাজে কে এলে।
তৃতীয় প্রহর নিশি নিঝ্ঝুম দশ দিশি-
আমার ঘুমের দুয়ার ঠেলে
কে এলে কে এলে।।

সুন্দর হাতে কেন ভিক্ষার ঝুলি
চাঁদের অঙ্গে কেন পথের ধুলি?
আমার কবরীর জুঁই ফুলগুলি
তব চরণের গানে আছে আঁখি মেলে।।

বনভূমি কাঁদে ঝরা-ফুল পল্লব ছড়ায়ে
হে তরুণ সন্ন্যাসী! বসন্ত কাঁদে তব দুই কর জড়ায়ে।
অগো উদাসীন! কেন নিষ্ঠুর সাথে
বিভূতি মাখায়ে হায়! চৈতালী চাঁদে
আমার এমন ফাগুন-নিশীথে
ধুতুরা-আসব কেন দিলে ঢেলে।।

(১৬)