আছেরে ভাবের গোরা আসমানে

আছেরে ভাবের গোরা আসমানে
তাঁর মহাজন কোথা।
কে জানে কারে শুধাই
সেই কথা।।

জমিনেতে মেওয়া ফলে
আসমানে বরিষণ হলে
কমে না আর কোনকালে
তাঁর মনলতা।।

রবি শশী হয় সৃষ্টি
কারণ দেখ সেই গোলটি
নেকবান তার দুইটি
আছে যে যথা।।

ধন্য ধনী ধন্য কারবার
চেয়ে দেখলাম না তাঁর বাড়িঘর,
লালন বলে জন্ম আমার
যায় বৃথা।।

(সাধকদেশ)