আপন সুরাতে আদম গঠলেন দয়াময়

আপন সুরাতে আদম গঠলেন দয়াময়।
নইলে কি ফেরেস্তায়
সেজদা দিতে কয়।।

আল্লা আদম না হইলে
পাপ হইত তায় সেজদা দিলে
শেরেকি পাপ যারে বলে
এ দীন দুনিয়ায়।।

দুষে সেই আদম সফি
আজাজিল হল পাপী
মন তোমার লাফালাফি
তেমন দেখা যায়।।

আদমি সে চেনে আদম
পশু কি তাঁর জানে মরম
লালন কয় আদ্যধরম
আদম চিনলে হয়।।

(সাধকদেশ)

সেজদা: মানবীয় আমিত্বের সমর্পন, শুদ্ধভক্তি, গুরুপদে আত্মোৎসর্গ।
আদম: আরবি কোরানে তিন অক্ষর দ্বারা ‘আদম’ লেখা হয়।
আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মোহাম্মদ মাঝখনে দাল অক্ষর দ্বারা দ্বীন বা ধর্ম বোঝায়।
আল্লাহ এবং মোহাম্মদ সাঃ কে ধর্মসমূহের (Phenomenon) সুনিয়ন্ত্রণ দ্বারা যে ব্যক্তি সংযুক্ত করে নিতে পেরেছেন তিনি আদম বা সিদ্ধ মহাপুরুষ।
শেরেকি: বিষয়মোহের আসক্তিজনিত বন্ধন বা মহাপাপ।
আজাজিল: জ্বীন, যে আল্লাহর হুকুম অমান্য করায় ইবলিশ হয়েছে।