আঠারো মোকামের খবর জেনে লেও হিসাব করে

আঠারো মোকামের খবর জেনে লেও হিসাব করে।
আউল মোকাম রাগের তালা, পাক পাঞ্জাতন সেই ঘরে।।

হীরা নাই কষ্ঠি কান্তি, সেখানে মনোহরা শান্তি
ঘুচলো না তোর মনের ভ্রান্তি, বেড়াচ্ছো ঘুরে।
সে মোকামের কালা যাঁরা, চার মোকামে বয় চারধারা
খাড়া আছে ফেরেস্তারা, খুঁজে দেখো অন্তঃপুরে।।

তার উপরে আরো আছে মা, জানো না মন তাঁর মহিমা
যে জন তাঁর পায় গো সীমা, সাধনের জোরে।
সেই মোকামে যে হয় চালকা, শিরে ছের ছিল্‌কা
গলেতে তজবি খেরকা অনা’সে যায় জ্বরে।।

আরস কুরসি লহু কলম, তাঁর উপরে আল্লার আসন
তার উপরে ঘুরছে কলম, কবুলতি ধরে।
তার উপরে আলক ধ্বনি, খবর হচ্ছে দিনরজনী
নূর নবির মোকাম সদর, সিরাজ সাঁই কয় লালনেরে।।

(প্রবর্তদেশ)

ভজবি: মালা।
সদর: অন্তর, মন।