আয়ু হারালি আমাবতী না মেনে

আয়ু হারালি আমাবতী না মেনে।
ও তোর হয় না সবুর একদিনে।।

একেতে আমাবতীর বার
মাটি রসে সরোবর
সাধু-গুরু-বৈষ্ণব তিনে
উদয় হয় রসের সনে।।

ও তুই খোতনা চাষা ভাই
ও তোর জ্ঞান কিছুই নাই
অমাবস্যায় হাল চালিয়ে
কাল হও কেনে।।

যে জন রসিক চাষ হয়
জমির জো বুঝে হাল বয়
লালন ফকির পায় না ফিকির
হাপুর হুপুর ভুঁই বোনে।।

(প্রবর্তদেশ)

আমাবতী: বিশেষ সময়কাল।
অমাবস্যা: অজ্ঞান অবস্থা, অন্ধকার।।