কী আইন আনিল নবি

কী আইন আনিল নবি সকলের শেষে।
রেজাবন্দি সালাত জাকাত
পূর্বে তো জাহের আছে।।

ইশা মুসা দাউদ নবি
বেনামাজী নহে কভি
শেরেক বেদাত তখনো ছিলো
নবি কি জানালো এনে।।

ইঞ্জিল তৌরাত জল্লুর কেতাব
বাতিল হলো কিসের অভাব
নবি-পয়গম্বর কি খাস
ভেবে আমি পাইনে দিশে।।

ফোরকানের দরজা ভারি
কিসে হলো বুঝতে নারি
অবোধ লালন তাই না বুঝে
বিচারে গোল বাঁধাইয়েছে।।

(স্থূলদেশ)

সালাত: আল্লাহ ও তাঁর রসুলের সঙ্গে সংযোগ প্রচেষ্টার নাম সালাত তথা আপন রর বা মুলসত্তার সাথে স্থায়ী সংযোগই সালাত।
জাকাত: মানবীয় আমিত্বের উৎসর্গের নামই জাকাত বা মনের মধ্যে মহাশূন্য ভাব জাগিয়ে তোলাই জাকাত।
জাহের: প্রকাশ্য, দেহ, জাগতিক।
ইঞ্জিল: ইসা নবি প্রদত্ত বাণী সংকলন।
তৌরাত: মুসা নবি প্রদত্ত বাণী সংকলন।
জব্বুর: দাউদ নরি প্রদত্ত বাণী সংকলন।
ফোরকান: ফরক শব্দ হতে ফোরকান অর্থাৎ প্রভেদকারী জ্ঞান। ন্যায়অন্যায়, সত্যমিথ্যা, ভালোমন্দের তুলনামূলক জ্ঞান।