বাপবেটা করে ঘটা একঘাটেতে নাও ডুবলে।
হেট নয়নে দেখ না চেয়ে
কী করিতে কী করিলে।।
তারণ মরণ যে পথে
ভুল হল তাই জানিতে
ভুলে রইলি ওই ভুলেতে
ঘুরতে হবে বেড়ি গলে।।
যে জলে লবণ জন্মায়
সেই জলেতে লবণ গলে যায়
আমার মন তেমনি প্রায়
শক্তি উপাসনা ভুলে।।
শক্তি উপাসক যারা
সে মানুষ চেনে তারা
লালন ফকির পাগলপারা
শিমুল ফুলের রং দেখিলে।।
(প্রবর্তদেশ)