ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়

ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়।
যাঁরে আকাশপাতাল খুঁজি
এই দেহে সে রয়।।

লামে আলিফ লুকায় যমন
মানুষে সাঁই আছে তমন
তা না হলে সব নূরীতন
আদমতনে সেজদা জানায়।।

শুনতে পাই চার কারের আগে
সাঁই আশ্রয় করে ছিল রাগে
এ বেশে অটলরূপ জেগে
মানুষরূপ লীলা জগতে দেখায়।।

আহাদে আহামদ হলো
মানুষে সাঁই জন্ম নিলো
লালন মহাঘোরে প’লো
সিরাজ সাঁইয়ের অন্ত না পাওয়ায়।।

(সাধকদেশ)

লাম: মহাশূন্যতা, অসীম মনোজগত, নিরাকার ব্রহ্ম।
আলিফ: আমি, স্বয়ং আকার সাকার।
নূরীতন: প্রজ্ঞাময় আলোর দেহ, জোতির্ময় সত্তা।
আহাদ: অসীম নারী জগত, সৃষ্টিজগত, জীবজগত, বক্ত জগত, মনুষ্য জগতে মধ্যেকার জান্নাত ও জাহান্নাম নামক মানসিক স্তর। এক কথায় মায়া বিজড়িত, পরস্পর নির্ভর সৃষ্টি জগত।
আহামদ: মোহাম্মদের সত্তা।