ডুবে দেখ না রে প্রেমনদীর জলে

ডুবে দেখ নারে প্রেমনদীর জলে
মীনরূপে সাঁই খেলে।
প্রেম ডুবারু না হলে মনি
বাধবে নারে জালে।।

জেলে জুতেল বর্শেল আদি
ভ্রমিয়ে চার যুগাবধি
কেউ তাঁরে না পেলে;
খাড়া করা মীন রয় চিরদিন
প্রেমসন্ধিস্থলে।।

প্রেমনদীর তীরছন্দি
খুলতে পারে সেহি বন্দি
প্রেম ডুবারু হলে;
তবে সে মীন আসবে হাতে
আপনাআপনি চলে।।

স্বরূপশক্তি প্রেমসিন্ধু
মীন অবতার দীনবন্ধু
সিরাজ সাঁই তাই বলে;
শোনরে লালন ম’লি এখন
গুরুতত্ত্ব ভুলে।।

(সাধকদেশ)