এসো দয়াল পার কর এই ভবের ঘাটে

এসো দয়াল পার করে এই ভবের ঘাটে।
ভবনদীর তুফান দেখে
ভয়ে প্রাণ কেঁপে ওঠে।।

পাপপূণ্য যতই করি
ভরসা কেবল তোমারি
তুমি যার হও কাণ্ডারী
ভব ভয় তার যায় ছুটে।।

সাধনার বল যাদের ছিল
তারাই কূল কিনারা পেল
আমার দিন অকাজে গেল
কী জানি হয় ললাটে।।

পুরাণে শুনেছি খবর
পতিতপাবন নামটি তোমার
লালন কয় আমি পামর
তাইতে দোহাই দেই বটে।।

(স্থূলদেশ)