অবোধ মন তোরে আর কী বলি

অবোধ মন তোরে আর কী বলি।
পেয়ে ধন সে ধন
সব হারালি।।

মহাজনের ধন এনে
ছড়ালি তুই উলুবনে
কী হবে নিকাশের দিনে
সে ভাবনা কই ভাবিলি।।

সই করিয়ে পুঁজি তখন
আনলিরে তিনরতি একমণ
ব্যাপার করা যমন তমন
আসলে খাইদ লাগালি।।

করলি ভাবের বেচাকেনা
চিনলি না মন রাঙ্‌ কি সোনা
লালন বলে মন রসনা
কেন সাধুর হাটে আলি।।

(প্রবর্তদেশ)