গরল ছাড়া মানুষ আছে কেরে

গরল ছাড়া মানুষ আছে কেরে।
সেই মানুষ জগতের গোড়া
আলা কুল্লে জাহির আছেরে।।

লা-মোকামে আছে বাড়ি
জবরুতে হয় তাঁর ফুকারী
জাহের নয় সে রয় গভীরী
জিহ্বাতে কে সে নাম করে।।

তিন আলিকে দিয়ে জবর
হবে সেই মানুষের খবর
করণ চৌদ্দ ভুবনের উপর
সে কথা ব্যক্ত আছে যেরে।।

সেই মানুষ করো সাথী
কাদির মাওলাকে চিনবা যদি
লালন খোঁজে জন্মাবধি
মানুষ লুকায় পলকেরে।।

(প্রবর্তদেশ)

জাত: মনোজাত, ফেতনা জগত।
ফুকারী: প্রকাশ।
কাদির মাওলা: সম্যক গুরু, যিনি অতদির অর্থাৎ কর্মবৃত্ত দান করেন।