ভবে নাইরে আপনজন

ভবে নাইরে আপনজন সারা জনম ঘুরি ফিরি
পাইলাম নারে মনের মতন।। ধু।।
বাপ বলে ঋণ শোধো আমার কি সময় এখন
তোমারে পুষিয়া আমি সব খুয়াইছি মূলধন৷
তিরিপুত্র পাইলাম কত পুষলাম করি শরীর পতন
দিন গেল তাদের সেবায় শেষের সঙ্গী নাই একজন৷
তিরি বলে পোষতে হবে নাইলে দেও ছাড়ি বন্ধন
পুত্র বলে সাধিয়া আনলে মুই কিজানি বাপধন্৷
কন্যা বলে আমার ভাগে চলে আমার ভরণ পোষণ
তোমারে কেমন চাই আমি পরার রন্ধন৷
সব হাতড়াইয়া এই শিক্ষা লাভ করিয়াছি এ ভুবন
অন্তিম কালে খেয়া ঘাটে ঠেকিবো রে রাধারমণ।।

[প্রার্থনা]