গুরু বিনে সন্ধান কে জানে

গুরু বিনে সন্ধান কে জানে।
সে ভেদ জাহের নয় তা বাতেনে।।

সুধার কথা লোকে বলছে
গুরুর কাছে সুধা আছে
জানগে উদ্দিশে।
সুধা নিধি দেখতে পাবি
ভক্তি দাও ঐ চরণে।।

বারো মাসে তেরো তিথি সে
সে চাঁদে নাই অমাবস্যে
ভজনে স্থিতি সে।
মাসে মাসে জোয়ার আসে
চন্দ্র উদয় সেইখানে।।

রোহিনীর চাঁদ কপালেতে রয়
নীলপদ্মে কৃষ্ণের আসন হয়
বসে সেবা নেয়।
লালন ভণে ভরা গাঙ্গে
আত্মতত্ত্ব নাই মনে।।

(সাধকদেশ)

জাহের: প্রকাশিত।
বাতেন: অপ্রকাশিত, গোপন।
রোহিনী: মানব দেহের একটি সূক্ষ্মনাড়ি।