গুরুশিষ্য হয় যদি একতার

গুরুশিষ্য হয় যদি একতার।
শমন বলে কী ভয়রে আর।।

গঙ্গার জল গেঁড়োয় থাকলে
সে জল কি ফুরায় সেচলে
অমনি তাঁরে তাঁর মিশিলে
হয় অমর।।

শুনি সুজল ধরে মিশবার লক্ষণ
করিতে হয় তাঁর অন্বেষণ
মনরে ভুলোনা সাধন
এবার।।

মিশার সন্ধান জেনে মিশোগে ত্বরায়
বরখাস্ত হোক শমন রায়
অধীন লালন বলে তা কি হায়
ঘটবে আমার।।

(সাধকদেশ)

গেঁড়ো: গর্ত, খাঁদ।