জানা উচিৎ বটে দুটি নূরের ভেদ বিচার।
নবিজি আর নিরূপ খোদা
নূর সে কী প্রকার।।
নবির যে আকার ছিল
তাহাতে নূর চুয়ায় বলো
নিরাকারে কি প্রকারে
নূর চুয়ায় খোদার।।
আকার বলিতে খোদা
শরায় নিষেধ আছে সদা
আকার বিনে নূর চুয়ায়
প্রমাণ কী গো তার।।
জাত এলাহী ছিল জাতে
কীরূপ সে এলো সেফাতে
লালন বলে নূর চিনিলে
ঘোঁচে ঘোর আঁধার।।
(নূরতত্ত্ব)