যে জনা আছেরে সেই খুঁটো ধরে

যে জনা আছেরে সেই খুঁটো ধরে।
লাগবে না যাঁতার ঘিস
লাগবে নারে।।

দেখরে যাঁতার মাঝার
খুঁটোর কাছে ফাঁক আছে তার
জানি না যাঁতার কি মার
চাপান উতরে।।

আসমানজমিন করে এক ঠাঁই
যে দিনে ঘুরাবেন সঁই
যার আছে খুঁটোর বল ভাই
বাঁচবে সেরে।।

থাকলে গুরু রূপের হিল্লায়
অটল রূপ তাইরি মিলায়
তাইতে লালন ফকির কয়
সে ভিন্ন নয়রে।।

(সাধকদেশ)