যেদিন ডিম্বভরে ভেসেছিলেন সাঁই

যেদিন ডিম্বভরে ভেসেছিলেন সাঁই।
সেদিন কে হলো তার সঙ্গী কাহারে শুধাই।।

পয়ার রুপ ধরিয়ে সে
দেখা দিলো ঢেউতে ভেসে
কি নাম তাঁর পাইনে দিশে
আগমে ঈশারায় বল কহে তাই।।

সৃষ্টি না করিল যখন
কে ছিল তার আগে তখন
শুনিতে অসম্ভব বচন বচন
একের কুদরতে দুইজনে তাঁরাই।।

তাঁরে না চিনতে পারি
অধরেরে কেমনে ধরি
লালন বলে, সেই যে নূরী
খোদার ছোট নবির বড় কেহ কয়।।

(সিদ্ধিদেশ)