যদি ফানার ফিকির জানা যায়

যদি ফানার ফিকির জানা যায়।।
কোন্‌রূপে ফানা করে
খোদে খুদি হয়।।

খোদার রূপ খুদি করে ধারণ
অকৈতব সে করণকারণ
আয়ু থাকিতে হয় না মরণ
ফানার করণ তাইরি হয়।।

একে একে জেনে বেনা
করতে হয় চাররূপ ফানা
একরূপে করে ভাবনা
এড়াবে সে শমন দায়।।

না জানিলে ফানার করণী
করণ হয় তার মিথ্যা জানি
সিরাজ সাঁই কয় অর্থ বাণী
দেখরে লালন মুর্শিদের ঠাঁই।।

(প্রবর্তদেশ)

ফানার ফিকির: আমিত্ব বিলাশের প্রয়াস, অর্থাৎ অহংশন হবার পথ-পঙ্কতি।
দশটি ইন্দ্রিয়পথ দিয়ে অবিরামভাব আপত ধর্মরাশি মোহনশূন্যভাবে গ্রহণ না করার ধ্যান।/i>