কারে শুধাব সে কথা কে বলবে আমায়।
পশুবধ করিলে কি খোদা খুশী হয়।।
ইব্রাহিম নবিকে শুনি
আদেশ করেন আল্লা গনি
প্রিয় বস্তু দাও কোরবানি
দুম্বা বলির আদেশ কোথায়।।
মরণের আগে মরা
আপন প্রাণ কোরবানি করা
প্রাণ অপেক্ষা সেই পেয়ারা
সে ভেদ কী বুঝায় শরায়।।
সারিয়া আপনার জান
আবেগেতে দাও বলিদান
নবিজীর হাদিস ফরমান
মউত আন্তা কাবলা আণ্ডা মউত তাই।।
কেমনে হবে কোরবানি
সে ভেদ প্রকাশ নাহি জানি
লালন বলে কোথা জানি
সাঁইয়ের কোরবানি এক্তেদায়।।
(প্রবর্তদেশ)
এক্তেদা: আমরা কি করছি তা না বুঝে নেতার প্রতি আনুগত্য। মউত আন্তা কাবলা আন্তা মউত; মরার আগে মরে যাওয়া বা জ্যান্তে মরা।