কেন চাঁদের জন্যে চাঁদ কাঁদেরে
এই লীলার অন্ত পাইনেরে।
দেখে শুনে ভাবছি মনে
কথা কই কারে।।
আমরা দেখে এই গৌর চাঁদ
ধরবো বলে পেতেছি ফাঁদ
আবার কোন চাঁদেতে এ চাঁদের
মন হরে।।
জীবেরে কি ভুল দিতে পারে সবাই
গৌর চাঁদ এক চাঁদের কথা কয়
পাইনে এবার কী ভাব উহার
অন্তরে।।
এ চাঁদ সে চাঁদ করে ভাবনা
মন আমার আজ হলো দোটানা
বলছে লালন প’লাম এখন
কী ঘোরে।।
(গৌরলীলা)