মধুর দেল দরিয়ায় ডুবে কর রে ফকিরি

মধুর দেল দরিয়ায় ডুবে কররে ফকিরি।
ছাড়ো ফিকিরি দিন হলো আখেরি।।

শুনতে পাই দেহের চৌদ্দঘর
আঠারো চারিতে করিয়ে বিচার
লা মোকাম আছে তাহারি উপর
মাওলার নিজ আসন সে পুরী।।

আল্লার তখত বান্দার দেল যথা
কোরানে বলেছে আপে খোদ খোদা
আজাজিলের পর হইল খাতা
না বুঝে দেল গভীরি।।

দেলদরিয়ায় ডুবারু হয় যে জন
আলখানার ভেদ পায় সে জন
আলে আজব কাম দ্বিদলে বারাম
লালন খুঁজে বেড়ায় বাহিরই।।

(প্রবর্তদেশ)

তখতি: মানবহৃদয়, আসন, ঠাঁই, গুরুর বসার স্থান।
আলখানা: সারাসরি প্রাপ্ত গুরুত্ব মুখনিসৃত বাক্য বা বাণী।
আলে আজব: চমৎকার, অদৃষ্টপূর্ব।
মাওলার নিজ আসন: কপালের মধ্যভাগে অর্থাৎ জ্ঞানকেন্দ্র, আজ্ঞাচক্র।