পাখি কখন যেন উড়ে যায়।
বদ হাওয়া লেগে খাঁচায়।।
খাঁচার আড়া প’লো ধসে
পাখি আর দাঁড়াবে কিসে
ওই ভাবনা ভাবছি বসে
চমক জুরা বইছে যায়।।
ভেবে অন্ত নাহি দেখি
কার বা খাঁচায় কেবা পাখি
আমার এ আঙ্গিনায় থাকি
আমারে মজাতে চায়।।
আগে যদি যেত জানা
জংলা কভু পোষ মানে না
তবে উহার সঙ্গে প্রেম করতাম না
লালন ফকির কেঁদে কয়।।
(সাধকদেশ)