পড়োরে দায়েমী নামাজ এই দীন হলো আখেরী।
মাশুক রূপ হৃৎকমলে, দেখো আশেক বাতি জ্বেলে
কিবা সকাল কি বৈকাল দায়েমীর নাই অবধারি।।
সালেকের বাহ্যপনা, মজ্জবী আশেক দেওয়ানা
আশকে দেল করে ফানা, মাশুক বৈ অন্যে জানে না
আশাঝুলি লয়ে সে না মাশুকের চরণ ভিখারী।।
কেফায়া আইন যিন্নী, এহি ফরজ জাত নিশানী
দায়েমী ফরজ আদায়, যে করে তাঁর নাই জেতের ভয়
জাত এলাহীর ভাবে সদাই, মিশেছে সে জাত নূরী।।
আইনির অদেখা তরিক, দায়েমী বরজোখ নিরিখ
সিরাজ সাঁইর হকের বচন, ভেবে কয় ফকির লালন
দায়েমী নামাজী যে জন, শমন তার আজ্ঞাকারী।।
(প্রবর্তদেশ)
মাশুক: প্রেমাসাদ।
আশেক: প্রেমিক।
সালেক: পথিক।
কেফায়া: আপন সম্যক গুরুর রূপ বা চেহারা, বাণী বা ভাবদর্শনে নিহিত রূপ, লুকায়িত স্বরূপ।
জাত: সত্তা।
নিশানী: প্রতিকী।