পূর্বের কথা ছাড়ান দাও ভাই

পূর্বের কথা ছাড়ান দাও ভাই।।
সে লেখা তো থাকে না
সাধনের দাঁড়ায়।।

বাদশা গুরু, গুরু বাদশা
এ সব কথা সাধুভাষা
এ কথা করে নিরাশা
জীব পড়ে দুর্দশায়।।

তাইতে বলি ওরে কানা
সর্বজীব হয়গুরুজনা
করো চৈতন্য গুরুর সাধনা
তাতে কর্মভোগ যায়।।

ধর্ম অধর্ম সব নিজের কাছে
জানা যায় সাধনের বিচে
লালন কয় আমার ভুল হয়েছে
ভেবে দেখি তাই।।

(সাধকদেশ)

বিচে: বিচারে।