সাঁই দরবেশ যাঁরা

সাঁই দরবেশ যাঁরা।
আপনারে ফানা করে
অধরে মিশায় তাঁরা।।

মন যদি আজ হওরে ফকির
জেনে নেও সেই ফানার ফিকির
সে কেমন অধরা;
ফানার ফিকির না জানিলে
ভস্মমাখা হয় মশকরা।।

কূপজলে সে গঙ্গাজল
পড়িলে হয়রে মিশাল
উভয় একধারা;
এমনি যেন ফানার করণ
রূপে রূপ মিলন করা।।

মুর্শিদরূপ আর আলক নূরী
একমনে কেমনে করি
দুইরূপ নিহারা;
লালন ভুণে রূপসাধনে
হসনে যেন অনিহারা।।

(সিদ্ধিদেশ)