সে প্রেম জানে কি সবাই

সে প্রেম জানে কি সবাই।
যে প্রেমে সেই লীলাখেলা
ব্রজগোপীর আশ্রয়।।

সেই প্রেমের করণ করা
কামের ঘরে নিষ্কাম যারা
নিহেতু প্রেম অধর ধরা
গোপীর ঠাঁই।।

প্রকৃতি সেবার বিধান
গোপী ভিন্ন জানতে কে পান
প্রাপ্তি হয় সে গোলোক ধাম
যুগল ভজন পাই।।

গোপীর প্রেমে হয় মহাজন
যাতে বাধা মদন মোহন
লালন বলে সে প্রেম এখন
আমার ভাগ্যে নাই।।

(কৃষ্ণলীলা)

গোলোক: ত্রিধামের প্রথম ধাম।