শচীর কুমার যশোদায় বলে।
মা তোমার ঘরের ছেলে বলে
অবহেলায় হারালে।।
রাধার কথা কী বলবো মা
তাঁর গুণের আর নাই সীমা
মুনি ঋষি ধ্যানী জ্ঞানী
না পেয়ে চরণকমলে।।
তুমি আমার জন্মগুরু
রাধা আমার প্রেম কল্পতরু
জয় রাধা নামের শুরু
ঘরে ঘরে নাম মাতালে।।
যার প্রেম সেই জানে না
লালন কয় তার উপাসনা
অনন্তর অনন্ত করুণা
আমি বুঝবো কোন ছলে।।
(নিমাইলীলা)