ষড়রসিক বিনে কেবা তাঁরে চেনে

ষড়রসিক বিনে কেবা তাঁরে চেনে
যাঁর নাম অধরা।
শাক্ত-শৈব বুঝে, যেরূপে যে মজে
বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা।।

বলে সপ্তপন্থি মতে, সপ্তরূপ ব্যাখ্যিত
রসিকের মন নয় তাতে রত
রসিকের মন রসেতে মগন
রূপরস জানিয়ে খেলছে তারা।

হলে পঞ্চতত্ত্ব জ্ঞানী, পঞ্চরূপ বাখানি
রসিক বলে সেও তো নিলেন নিত্যগুণী
বেদবিধিতে যাঁর, লীলের নাই প্রচার
নিগূম শহরে সাঁইজী মেরা।।

যে জন ব্রহ্মজ্ঞানী হয়, সে কী জানতে পায়
দেখে নামব্রহ্ম সার করে হৃদয়
রসিক স্বরূপ রূপ দর্পণে, রূপ দেখে নয়নে
লালন বলে রসিক দীপ্তকারা।।

(সাধকদেশ)

যড়রস: অম্ল, পিত্ত, তিক্ত, কষায়, লবণ, কটু।
সপ্তপস্থি: ভুলোক, ভবলোক, স্বর্লোক, মহৎলোক, জনলোক, তপোলোক ও সত্যলোক।
পঞ্চতত্ত্ব: শ্রীচৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর ও শ্রীবিনাস।
নামব্রহ্ম: গুরুদেরব গুণরাজী।