শুদ্ধপ্রেমের প্রেমিক মানুষ যে জন হয়

শুদ্ধপ্রেমের প্রেমিক মানুষ যে জন হয়।
মুখে কথা কউক বা না কউক
নয়ন দেখলে চেনা যায়।।

রূপে নয়ন করে খাঁটি
ভুলে যায় সে নামমন্ত্রটি
চিত্রগুপ্ত পাপপুণ্যটি
তাঁর কী লিখবেন খাতায়।।

মণিহারা ফণি যমন
প্রেম রসিকের দুটি নয়ন
কি করতে কি করে সে জন
অন্ত নাহি বোঝা যায়।।

সিরাজ সাঁই কয় বারে বারে
শোনরে লালন বলি তোরে
মদনরসে বেড়াও ঘুরে
সে ভাব তোমার কই দাঁড়ায়।।

(সাধকদেশ)

চিত্রগুপ্ত: সত্তার মধ্যে গুপ্তরূপে নিরাজিত আপন র কা সম্যক গুরু।
ফণিহাৱা মণি: প্রাণহীন দেহ।