সবে কি হবে ভবে ধর্মপরায়ণ

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ।
যার যা ধর্ম সে তাই করে
তোমার বলা অকারণ।।

ময়ূর চিত্র কেউ করে না
কাঁটার মুখ কেউ চাঁছে না
এমনি মত সব ঘটনা
যার যাতে আছে সৃজন।।

শশকপুরুষ সত্যবাদী
মৃগপুরুষ ঊর্ধ্বভেদী
অশ্ব বৃষ বেহুঁশ নিরবধি
তাদের কুকর্মেতে সদাই মন।।

চিন্তামণি পদ্মিনী নারী
এরাই পতিসেবার অধিকারী
হস্তিনী শংখিনী নারী
তারা কর্কশ ভাষায় কয় বচন।।

ধর্মকর্ম সব আপনার মন
করে ধর্ম সব মোমিনগণ
লালন বলে করো ধর্মর্করণ
প্রাপ্তি হবে নিরঞ্জন।।

(প্রবর্তদেশ)

শশক: খরগোস।
মৃগ: হরিণ।
অশ্ন: ঘোড়া।
পদ্মিনী হস্তিনী শংখিনী: তিন ধরনের গুণবিশিষ্ট নারী।