তৌহিদ সাগরে কঠিন পাড়ি

হায় কী আজব কল বটে।
কী ইশারায় কল টিপে দেয়
অমনি ছবি ধায় ওঠে।।

অগ্নি জল হতে
সে কল পাতা, তাতে
ধড়ফড় করে চলছে ছবি
কোন দাড়ায় হেঁটে।।

হু হু শব্দে ধোঁয়া ওঠে
ব্যোমকল হতে
একজন সে হাতনে ফোঁকে
তার জায়গা ঐ বার পিটে।।

ঘরে রেখেছে এঁটে
সকল কলের মূল গুটে
লালন বলে সব অকারণ
কখন যে কল যায় ফেটে।।

(সিদ্ধিদেশ)