গণতন্ত্র মানে স্বৈরতন্ত্রের দে-মুখে আগুন
গণতন্ত্র মানে জনগণের আস্থাকে বিকিয়ে কিনুন,
তাই গণতন্ত্র মানে মিছিল মুখে মিছে স্লোগানের ভাষা
আর ধরিত্রী মার ধর্ষণ দেখে মাজা দুলিয়ে নাচা।
গণতন্ত্র মানে কিছু বোকাদের মিছে শহীদ হওয়া
আজ কাকের হাগায় তাদের স্মৃতি সৌধ ছাওয়া,
চুরি করা ফুল নিয়ে যাই সেখানে আমরা বছরে একদিন
আর বাজিয়ে বগল বলি, “দেখ শালা মোরা সব হয়েছি স্বাধীন”।
গণতন্ত্র মানে বিশ্বব্যাংক চালায় ভাগ্যের চাকা
হায়রে বিধাতা দেয়নি ভিখারী জাতিকে বাছাইয়ের কোনো ক্ষমতা,
তাই ঋণ খেলাপি আর চোর বাটপারিতে ছেয়ে যাওয়া দেশ
আর পাছার পাঁচড়া চুলকিয়ে বলা “এই তো আছি বেশ”।
গণতন্ত্র মানে সন্ত্রাসী প্রকাশ্যে গুলি চালায়
আর পাশে দাঁড়ানো পুলিশ আনন্দে দেখি নাকে আঙ্গুল চালায়,
তাই গণতন্ত্র মানে সাংবিধানিক এক মাস্তানতন্ত্র
আর গায়ের জোরে আর পেশির জোরে চলে জীবিকার মন্ত্র।
গণতন্ত্র মানে মুক্তবাজারের তপ্ত আগুন
আর শেয়ার বাজার লুটেরা কোটিপতি বেড়েছে কত শতগুণ,
তাই গণতন্ত্র মানে মধ্যবিত্তের হয়ে যাওয়া অন্ধ
আর ধনী হওয়ার স্বপ্ন দেখা আজ আপাতত বন্ধ।
গণতন্ত্র মানে বিশ্ব বেহায়া মুক্ত বাতাসে কবিতা লেখে
আর দেশপ্রেমী জনতা নব্বইয়ের ইতিহাস ভুলেই গেছে,
তাই গণতন্ত্র মানে পুরোনো বোতলে ঢাল নতুন সুধা
আরে নির্বীর্য পুরোনো পাপীদের ক্ষমতার নতুন ক্ষুধা।
গণতন্ত্র মানে দেশপ্রেমী আর দেশদ্রোহীদের এক মহামিলন
আর আমাদের ভোটে পাস সাংসদের অশ্লীল আচরণ,
তাই গণতন্ত্র মানে জাতীয় সংসদে জাতীয় কুস্তির প্রদর্শনী
সরাসরি সম্প্রচার অসুস্থ চিন্তার দেখুক সবাই তার নিদর্শনী।
গণতন্ত্র মানে ‘জাতীয় আপা’ আর ‘জাতীয় ম্যাডামের’ চুলাচুলি শেষ নাই
আর ‘জাতির জনক’ আর ‘জাতির ঘোষক’ নিয়ে চলছে দিন রাত লড়াই লড়াই,
তাই গণতন্ত্র মানে গ্রহনযোগ্য কোনো ইতিহাসের বই নাই
তাই কে রাজাকার কে মুক্তিযোদ্ধা নিশ্চিত করা কঠিন উপায়।
গণতন্ত্র মানে জাতীয় কপালে আছে শুধুই দুঃখ
আর দেশ জুড়ে চাপাবাজি চালিয়ে যাচ্ছে কত গন্ড-মূর্খ,
তাই গণতন্ত্র মানে স্বদেশী আকাশে উড়ে বিদেশী শকুন
তাই গণতন্ত্র মানে সবকিছু বিকিয়ে গোলামী কিনুন।
কন্ঠ ও সুর: মাকসুদুল হক
সঙ্গীত: সেলিম হায়দার
কৃতজ্ঞতায়: সোমনাথ চট্টোপাধ্যায়