কেউ বলে বুড়ো ভাম

কেউ বলে বুড়ো ভাম
কেউ বলে পাজি,
কেউ বলে এইবার
ব্যাটা মরলেই বাঁচি

ঘরে গুঞ্জন বরাদ্দ ভ্রুকুঞ্জন
দেখলেই মুছে যায় ছেলের হাসি, হাসি,
অপরাধ একটাই জেনে রাখো সব্বাই
আমার বয়স হলো আঁশি।

বাসে ট্রামে ওঠা দায় বসলে লেডিস সিটে
মামণিরা মনে মনে বিরক্ত হয়,
কেউ বা দেয় আওয়াজ বুড়োটা ধান্দাবাজ
মেয়েদের কোলে বসে যাচ্ছে মজায়।

বৃথা হয় প্রতিবাদ বয়সটা বাধে সাধ
ছানি পড়া দুটি চোখ পলক নামায়,
সভ্য এ পৃথিবী অসভ্য দংশন
ছিঁড়ে ফেলে আমাদের এবং আমায়।

পরিণতি একই জেনে তবু তারই অবকাশে
ঘুঁটে যায় পুড়ে তবু গোবর হাঁসে,
যৌবন যার নাম কাল সেতো বুড়ো ভাম
আজকের ফুলমালা কালকেই বাসি, বাসি।

পরিণতি একটাই জেনে রাখো সব্বাই
সবার বয়স হবে আশি।

কন্ঠ ও সুর: নচিকেতা চক্রবর্তী