কোন দিকে ফিরাবে চক্ষু

ফিরাবে বিমল চক্ষু, কোন্ দিকে ফিরাবে?
কার হাতে রক্ত নেই?
তুমি খুব দূরের মৃত্তিকা থেকে অবেলায়
স্বদেশে ফিরেছ; তুমি জেনে গেছ-
এমন সাবান কোনো কারখানায় প্রস্তুত হয় না,
যা সেই রক্তের দাগ মুছে দিতে পারে।

মোছে না দুঃস্বপ্নগুলি; না শহরে, না গ্রামে কিংবা
অন্যত্র কোথাও।
নদী তার তরঙ্গমালায়
তিরস্কার হানে, মগ্ন অপরাহে নির্জন পাহাড়ে
হঠাৎ নোটিস জারি হয়ে যায়;
যে আছ যেখানে, দূরে থাকো।
কিছু প্রশংসার বাণী মাটির ভিতরে পুঁতে রাখতে চেয়েছিলে;
যেখানেই রাখো,
মৃত্তিকার রং খুব সন্দেহজনক বলে মনে হয়,
কোথাও রক্তের দাগ মিলিয়ে যায় না।

ফিরাবে বিমল চক্ষু, কোন্‌দিকে ফিরাবে?
কোনখানে যাবে?
সর্বত্র অঢেল জমি পড়ে আছে,
থাক,
বিমান-সেবিকা কিংবা পর্যটন-বিভাগের নারী
সর্বত্র সুন্দর হাসি উপহার দেয়,
দিক,
চিত্ত কোনোখানে গিয়ে রক্তহীন বিশ্রাম পায় না।

জ্যৈষ্ঠ, ১৩৭৬