ইনসমনিয়া

শুয়ে পড়ো অন্ধকার, অনেক তো রাত হলো,
কত আর জেগে থেকে শূন্য রুমাল দিয়ে বানাবে চড়ুই,
মাসিমার মেয়েগুলো আজ আর ঘুমাতে যাবে না।

বাবুল ফেরেনি আজও, পাশের বাড়িতে তাই
বাবুলের বাবা জেগে আছে। অস্পষ্ট আলোয় ভাসা
পিতৃত্বের নিদ্রাহীন রাত দেখে দেখে আমি তবু পিতৃত্বের
স্বপ্ন ভালোবেসে অন্ধকারে জেগে বসে আছি।

কে জানে কী সুখ ছিল নারীর চুম্বনে।
ভালোবাসা বুকে নিলে সটিবনে ছায়া পড়ে কার?
আমার অনিদ্র রক্তে প্রতিদিন কিসের চিৎকার?
আমি তো পাশেই আছি, আমাকে জড়িয়ে ধরে
শুয়ে পড়ো, অন্ধকার, আমি তো পাশেই আছি।
আমাকে কারো খুঁজতে হয় না, নিজেই এগিয়ে যাই,
ধরা দিই, ভালোবেসে রাত্রি জেগে থাকি।

অনেক তো রাত হলো, বাবুল ফেরেনি কেন?
মাসিমার মেয়েগুলো আজ কেন ঘুমুতে এলো না?