ভবিষ্যৎ

পরােয়া করি না কিছুদিন পরে কী হবে
ফুরাবে যখন তপ্ত-তুখোড় যৌবন,
তুমিতো আছোই আজীবন অবিবাহিত
দুজনেই হবাে অবৈধ নিশি-নিদ্রায়।

তোমাকে ঘিরেই শব্দের কাছে যাওয়া
একটি নতুন কথা বলবার প্রেম।
আজীবন জানি পরস্পরের পাঠ্য।

পরােয়া করি না কিছু দিন পরে কী হবে
তুমিতো আছোই আজীবন অবিবাহিত।
হৃদয় এবং মননের ক্ষুধা তৃষ্ণায়
চার ফর্মার কালো চিৎকার বাজারে
মুগ্ধ-মলাটে প্রতি বৎসর বেরুবে,
জরীর বাঁধনে মহামায়া হবে কবিতা।