উদাসীন প্রেমিক


সেই একদিন আর এই একদিন,
নির্জ্জনে বকুল তলে,
ভাসিয়া নয়ন জলে,
দিয়াছিলে অভাগারে বিদায় যে দিন!
হৃদয়ের কত কথা,
কত দুঃখ, কত ব্যথা,
বলি, বলি, বলি,- বলা হ’ল না সে দিন!
মুখে না সরিল কথা,
সার হ’ল ব্যাকুলতা,
শূন্য প্রাণে ফিরে এনু বিষণ্ণ মলিন!
সেই একদিন আর এই একদিন!


সেই একদিন আর এই একদিন!
নীরবে সজল নেত্রে,
বসন্ত-পূর্ণিমা রাত্রে,
দিয়াছিনু “অশ্রু-মালা!”- হায় সেই দিন!
কত কথা ব’লেছিলে,
কত হাসি হে’সেছিলে,
সে হাসি, সে কথা-হৃদে আঁকা চিরদিন!
হেরিলে সে রূপ-রাশি,
হেরিলে সে সুধা-হাসি,
বাজিয়া উঠিত মোর হৃদয়ের বীণ্‌!
সেই একদিন আর এই একদিন!


সেই দিন কি সুখের!-যেদিন নির্জ্জনে
বসিয়া সোপান’পরি,
উভয়ে উভয়ে ধরি,
ছিনু মুগ্ধ,- আত্মহারা প্রেম-সম্ভাষণে!
সরসীর নীল জলে,
রাঙ্গারবি হেলে দুলে,
নীরবে ডুবিতেছিল পশ্চিম গগনে!
লুকায়ে বকুল শাখে,
দুষ্ট পিক “কুহু” ডাকে,
তুলেছিল প্রতিধ্বনি নির্জ্জন কাননে!
সেই দিন কি সুখের, ভুলিব কেমনে?


সেইদিন কি সুখের!- যেদিন সাদরে
গাঁথিয়া বেণীর হার, দিয়াছিলে উপহার,
আজিও সে মালা মোর হৃদয়ের পরে!
প্রণয়ের শেষ চিহ্ন,
কি রাখিব ইহা ভিন্ন?-
ভাবিতে সে কথা আজি হৃদয় বিদরে!
মনে করি ভুলে যাই,
ভুলিলেও সুখ নাই,
কেমনে ভুলিব সেই প্রাণভরা আশা?
সেই প্রেম সেই প্রতি সেই ভালবাসা?


সেই দিন, হায় সেই প্রথম যৌবনে,
সেই ক’টি চাপা-কলি,
সাধের গোলাপ বেলী,
দিয়াছিনু গুঁজে তোর কবরী-কুসুমে!
তুই আরো কাছে স’রে,
বসেছিলি হাত ধ’রে,
হেসেছিলে কি যে হাসি ভুলিব কেমনে!
কথা নাই,- সাড়া নাই,
নয়নে পলক নাই,
প্রেমের প্রতিমা যেন গঠিত কাঞ্চনে!
সে অব্যক্ত প্রেম হাসি,
সেই ভাল বাসা বাসি,
ঢেলেছিল কি মদিরা এ মরু জীবনে!
হয়েছিল কত কথা নয়নে নয়নে!


সেইদিন প্রিয়তমে ভুলিব কেমনে?
খেলিতে ছিলাম আমি,
পশ্চাৎ হইতে তুমি,
ধরেছিলে আঁখি, সেই বালিকা জীবনে!
“কে তুই” বলিয়া জোরে,
তোর দুটি হাত ধ’রে
ছাড়াইনু, তুই কিন্তু হাসিয়া সঘনে
পড়িলি বুকেতে মোর,
আছে কি মনে তা’ তোর?
কত সুখ কত শান্তি সে প্রেম-মিলনে!
কত যে ঘুমন্ত আশা,
প্রাণভরা ভালবাসা,
জেগেছিল মনে সেই শৈশব জীবনে!
সেই ভালবাসা প্রিয়ে ভুলিব কেমনে?


আবার- আবার তোর বিবাহের দিন,
সেই জনতার সনে,
দাঁড়াইয়া ভগ্ন মনে,
ছিনু দূরে একপাশে বিষণ্ণ মলিন!
বারেক চারিটি আঁখি,
মিলিন যখন সখি,
অশ্রুতে ভরিল তোর নয়ন নীলিম!
সুবৰ্ণ-কপোল বেয়ে,
অশ্রু গুলি এল ধেয়ে,
কাঁদিয়া উঠিলি তুই- হায় সেইদিন,
প্রাণের অতৃপ্ত আশা,
সে সাধের ভালবাসা,
এ জন্মের মত হায় হইল বিলীন!
সেই একদিন আর এই একদিন!


সেই একদিন আর এই একদিন,
নিশান্তে শেফালী প্রায়
তোর সে সৌন্দয্য হায়,
বৈধব্য-পীড়নে আজি ঘোর বিমলিন!
নাহি হাসি- রুক্ষ কেশ,
মলিন বিধবা-বেশ,
অশ্রু-ভারে ছল্‌ ছল্‌ নয়ন-নলিন!
আজি আমি মৰ্ম্ম দুঃখে,
সব ব্যাথা চাপি বুকে,
গৃহত্যাগী- বনবাসী চির উদাসীন!
সেই একদিন আর এই একদিন!