এক চিলতে রোদ

এক চিলতে রোদ এসে পড়লো,
জানালা দিয়ে আমার।
ঠিক তখনই মনে পড়লো,
সেই কথাটি তোমার।
কৈশোরের ধোয়া ধোয়া স্মৃতি এখন আর
মনে পড়ে নাকি তোমার।

রুপালী সেই আলোর মেলায়,
তুমি ছিলে, আমিও ছিলাম।
কোথায় সে হলো অতীত,
কি পেলাম, আর কি হারালাম।
কবিতা আর উপন্যাসেই,
যেন সেই সব কথা সাজেই।

সেদিনও সেই রোদ ছিলো,
ছিলো সোনালী সে আকাশ।
আজ সেখানেই অন্ধকার সব,
দুঃখ রাজ্যের বসবাস।
পরিহাস প্রিয় স্বপ্নগুলো,
এক কথাতেই চূর্ণ হলো।

কন্ঠঃ ফজল আহমেদ
সুরঃ প্রিন্স মাহমুদ