কি এমন দুঃখ

কি এমন দুঃখ তোমার
কি এমন কষ্ট তোমার,
একা বসে কি ভাবছো
মিছে কেন কাঁদছো।

ভেঙ্গে ফেলো হতাশার দেয়াল
ছিঁড়ে ফেলো কষ্টের জাল,
যে দেয়ালে স্বপ্ন আটকেছে
যে জালে দুঃখ বেধেছে।

দুঃখ যত এক তুড়িতে
উড়িয়ে দাও আকাশে,
সুখের পতাকা মেলে ধরো
খোলা মাঠের বাতাসে।

জীবন যুদ্ধে যুদ্ধ করো
পাবে জয় জেনে রেখো,
অতীত ভুলে আগামীকে
এক মুঠোয় বন্দী করো।

কন্ঠঃ দূরে
কথা ও সুরঃ প্রিন্স মাহমুদ